স্পোর্টস ডেস্ক
সাধারণত লিওনেল মেসি আর লুইস সুয়ারেজ এক সঙ্গেই অনুশীলনে আসেন। কখনও মেসি আবার কখনও সুয়ারেজ নিজ নিজ গাড়িতে একে অপরকে লিফট দেন। তবে বুধবার চিত্রটা ছিল ভিন্ন। প্রায় দুই মাস পর প্রাণ ফিরেছে স্প্যানিশ ফুটবলের। স্বেচ্ছায় গৃহবন্দি থাকার পর অনুশীলনে ফিরেছেন বার্সেলোনার তারকারা।