বিপুল দর্শক সমারোহে থিয়েটার সন্দীপনা মঞ্চস্থ
করল যাত্রা নাটক “আসেন প্রভু বারে বারে”
থিয়েটার সন্দীপনা প্রযোজিত সাড়ে পাঁচ ঘন্টা সময় দৈঘ্যের যাত্রা নাটক “আসেন প্রভু বারেবারে” এর সফল মঞ্চায়ন হল পটিয়া ভাটিখাইন মুক্ত মঞ্চে। রাতভর মঞ্চস্থ নাটকটিতে ৫০ জনের অধিক নাট্যকর্মী ও কলাকৌশলী অংশ নেন। সনাতন মিথ নির্ভর উপাখ্যানের গল্প অবলম্বনে রচিত নাটকটি ব্যাপক দর্শক প্রিয়তায় প্রদর্শিত হয়েছে। নাট্যকার ও নির্দেশক ভাষ্কর ডি.কে.দাশ (মামুন) এর রচনা ও নির্দেশনায় নাটকটির এটি ছিল থিয়েটার সন্দীপনার ১১তম প্রদর্শনী। ‘আসেন প্রভু বারেবারে’ নাটকটির প্রদর্শনী উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, এসপিআর সুনীল বিকাশ দাশ, নাটকটির সেট, কস্টিউম, মেকাপে ছিলেন নাট্যকর্মী মেজবাউদ্দিন চৌধুরী, জাহানারা পারুল, এমরান হোসেন মিঠু। কোরিওগ্রাফিতে ছিলেন বৃষ্টি দাশ ও কানাই দেব শুভ। নাটকটির নব আঙ্গিকের এই এক্সপেরিমেন্টাল প্রদর্শনীতে বিভিন্ন চরিত্রে কূশী-লব ছিলেন- সর্বনাট্যকর্মী মোঃ জাবের হোসেন, কে.কে. বাবুল, হুজুতুল্লাহ হিমু, মেজবাউদ্দিন চৌধুরী, জাহানারা পারুল, এমরান হোসেন মিঠু, শাহনাজ আহমেদ, আখেরুন নেছা দিনা, খন্দকার হাসান আরাফাত, মোঃ রাশেদ, বৃষ্টি দাশ, শান্তা সেন, রবিন চৌধুরী, সিনথিয়া তাবাস্সুম ঋতু, মিলন দাশ, কানাই দেব শুভ, খাদিজাতুল খুকী, ইমন চৌধুরী, আল হাসনাত সিহাব, সুস্মিতা সেন, মোস্তাকিম আহম্মদ রিমন, হরিপদ দত্ত, মোশারফ হোসেন খান রুনু, রাখাল চন্দ্র দাশ, সাবিকুন নাহার শিউলী, হৈমন্তী দে হিমু, একরামুল হোসেন প্রমুখ। নাটকটি সার্বিক ব্যবস্থাপনায় ছিল ভাটিখাইন সৎসঙ্গ।