- নিজস্ব প্রতিবেদক: থিয়েটার সন্দীপনার উদ্যোগে ৫ দিন ব্যাপী ফিজিক্যাল থিয়েটার কর্মশালা ৫ জুলাই সন্দীপনা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে।
কর্মশালায় ‘সুস্থ দেহ সুস্থ মন, এই লক্ষ্যে ফিজিক্যাল থিয়েটারকে কাজে লাগানোর যে কৌশল আজ বিশ্বব্যাপী সমাদৃত ও চর্চার বিষয় হয়ে উঠেছে সেই নিরিখে কর্মশালার আয়োজন। কর্মসূচীর প্রধান অতিথি থাকবেন- সাংবাদিক ও নাট্যকার প্রদীপ দেওয়ানজী
উদ্বোধন করবেন নাট্যজন শেখ শওকত ইকবাল। সভাপতিত্ব করবেন- থিয়েটার সন্দীপনার দলপতি ভাষ্কর ডি.কে. দাশ (মামুন)। কর্মশালায় ২০ জন নাট্যকর্মী অংশ নিবেন।