বিশ্বকাপের সেমি ফাইনালের পথে এগিয়ে যেতে ভারতের বিপক্ষে মঙ্গলবার (২ জুলাই) বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষেই সেমি নিশ্চিতের লক্ষ্য ভারতের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের দলপতি বিরাট কোহলি।

গ্রুপ পর্বে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে হেরেছে কোহলির দল। পয়েন্ট টেবিলে আছে দুই নম্বরে। আর বাংলাদেশ সাত ম্যাচে পেয়েছে ৭ পয়েন্ট। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। গাজী টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

এবারের বিশ্বকাপে ভারতের উড়ন্ত সূচনা, অন্যদিকে সেমির টিকিট কাটতে কঠিন সমীকরণে হাঁটতে হচ্ছে বাংলাদেশকে। বিশ্বকাপে খেলা সাত ম্যাচের পাঁচটিতেই জিতেছে ভারত, একটিতে হার আর এক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত। অন্যদিকে ভারতের সমান সাত ম্যাচ খেলে টাইগারদের তিন জয়ের বিপরীতে তিন পরাজয় আর একটি পরিত্যক্ত।

বিশ্বকাপে সমীকরণ যা দাঁড়িয়েছে তাতে মাশরাফিরা হেরে গেলে আদতেই ক্ষতি। ওদিকে কোহলিরাও খুব একটা স্বস্তিতে নেই। ইংল্যান্ডের কাছে হেরে শেষ চারের পথ নিশ্চিত করতে পারেনি ভারত। বাংলাদেশের কাছে হেরে গেলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচটি হয়ে উঠবে বাঁচা-মরার। ফলে ভারতও চাইবে শেষ-চার নিশ্চিত করতে।

বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানে জিতেছিল। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইংলিশদের কাছে ৩১ রানে হেরেছে ভারত।

দুই দলের অবস্থান:
আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থার উন্নতি হয়েছে। আট থেকে উঠে এসেছে সাতে। আর রেটিং পয়েন্টও বেড়ে দাঁড়িয়েছে ৯২ তে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ১২২ রেটিং পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। স্বাগতিক ইংল্যান্ডকে হটিয়ে বিশ্বকাপ চলাকালীন সময়েই শীর্ষে উঠেছিল কোহলিরা। ইংলিশদের কাছে জায়গা ছেড়ে দিয়ে আবার নেমে গেল দুইয়ে।

বিশ্বকাপে মুখোমুখি দুই দল: মোট ম্যাচ: ০৩টি, বাংলাদেশ জয়ী: ০১টি, ভারত জয়ী: ০২টি, পরিত্যক্ত: ০টি, ড্র: ০টি। মুখোমুখি দুই দল মোট ম্যাচ: ৩৫টি, বাংলাদেশ জয়ী: ০৫টি, ভারত জয়ী: ২৯টি। ড্র: ০টি ম্যাচ পরিত্যক্ত: ১টি।

বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান।

বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), রিশব পান্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও যুভেন্দ্র চাহাল।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here