অনলাইন ডেস্ক : টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দুই বল পেরোতেই বৃষ্টিতে খেলা বন্ধ করে দিতে হয়। কার্ডিফে যেন রোদ বৃষ্টির লুকোচুরি শুরু হয়েছে। এই বৃষ্টি নামছে, আবার বন্ধ হচ্ছে।

তবে একটু বিরতি দিয়ে আবারও শুরু হয়েছে ম্যাচ। নিজের দ্বিতীয় ওভারে এসেই উইকেটের দেখা পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে (১) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন কাটার মাস্টার।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩.৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৫ রান। ব্যাটসম্যান হিসেবে উইকেটে আছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।

পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো বৃষ্টির কারণে। এই ম্যাচেও বৃষ্টি যেভাবে বাগড়া দিচ্ছে, তাতে টাইগারদের প্রস্তুতিটা ভালোভাবে শেষ হওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে।

৩০ মে পর্দা উঠবে বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিশ্বকাপে মূল লড়াই শুরু হবে ২ জুন। সেদিন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here