চট্টগ্রামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা ২য় পত্র বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৩৯৭ পরীক্ষার্থী।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টায় অনুষ্ঠিত বাংলা ২য় পত্র বিষয়ের পরীক্ষা শেষে বিকেলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন নাথ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা ২য় পত্র বিষয়ের পরীক্ষায় ১৯৬টি কেন্দ্রে মোট ১ লাখ ২০ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিলো। তবে অংশ নেয় ১ লাখ ২০ হাজার ৫০১ জন।

অনুপস্থিত ৩৯৭ পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রামে ২৮৪, কক্সবাজারে ৬২, রাঙামাটিতে ১২, খাগড়াছড়িতে ২৭ এবং বান্দরবানের ১২ জন পরীক্ষার্থী ছিলো বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন নাথ।

এদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার দ্বিতীয় দিন হাদিস শরীফ বিষয়ের পরীক্ষায় চট্টগ্রাম জেলায় ৩২ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকার তথ্য দিয়েছে জেলা শিক্ষা অফিস।

জেলা শিক্ষা অফিসার জসিম উদ্দিন জানান, এবার হাদিস শরীফ বিষয়ের পরীক্ষায় চট্টগ্রামের ৩০টি কেন্দ্রে ১৪ হাজার ৫১১ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিলো। তবে পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here