নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালী পৌরসভার গোমদন্ডী জ্ঞানোদয় সর্বজনীন বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অনুাষ্ঠত হয়েছে।

১১ নভেস্বর (সোমবার) অনুষ্ঠিত দানসভায় কর্মসূচীর মধ্য ছিল প্রভাত ফেরী, ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বিশ্ব শান্তি কামনায় ত্রিপিঠক থেকে সূত্রপাঠ, বুদ্ধ পূজা, প্রয়াত ২৭তম সংঘ নায়ক ড.এস ধর্মপাল মহাথেরো, দূর্যোধন মহাথেরো, বিদর্শস সাধক ধর্মশ্রী মহাথেরো ও কালগত জ্ঞাতীগণের উদ্দ্যেশে অষ্ট পরিস্কারসহ মহতি সংঘদান এবং সদ্ধধর্ম দেশনা ও আলোচনা সভা।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্ধ্বতন সহ-সভাপতি স্মৃতিভাস্বর কর্মবীর শ্রীমৎ শীলভদ্র মহাথেরো’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক শ্যামল মিত্র বড়ুয়া। এ সময় তিনি বলেন, ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত করার যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন তা পূরণ হবে।

সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিহার অধ্যক্ষ বিদর্শন আচার্য্য শ্রীমৎ শাসনপ্রিয় মহাথেরো।

এতে প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব শ্রীমৎ বোধিমিত্র মহাথেরো। ঢাকা ধর্মরাজিক মহা বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধপ্রিয় মহাথেরো। সংবর্ধিত অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল।

সাধারণ সম্পাদক রাহুল ববড়ুয়া’র সঞ্চালনায় সদ্ধধর্মদেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ন মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি শ্রীমৎ বিপস্সী মহাথেরো। এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি শাহীনূর কিবরীয়া মাসুদ, সংঘবোধি মহাথেরো, বোধিপ্রিয় মহাথেরো, সংঘমিত্র মহাথেরো।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here