কেউ দোকানে গোপনে ছারপোকা ছেড়েছে। বাধ্য হয়ে ঐ দোকানই সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু কে গোপনে দোকানে ছারপোকা ছাড়লো। ইতিমধ্যে ঐ দোকান কর্তৃপক্ষ পুলিশের দ্বারস্থ হয়েছেন।চলছে পুলিশি তদন্ত।
এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া রাজ্যের এক ওয়ালমার্ট স্টোরে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ওই শো রুমের চেঞ্জ রুমে একটি বয়স’জ জ্যাকেট পাওয়া যায়। যেটিও বিক্রির জন্য টাঙ্গানো ছিল। সে জ্যাকেটের পকেটে একটি ছোট বোতল পাওয়া যায়। সেই বোতলে ছিল আস্ত বড় বড় ছারপোকা।
ওয়ালমার্ট-এর মুখপাত্র সংবাদ সংস্থা সিএনএনকে বলনে, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে নিয়েছি এবং তদন্ত করছি। তিনি আরও বলেন, তদন্তে আমরা আইন কর্মকর্তাদের সহযোগিতা করছি।
রাজ্য পুলিশ গিরারড কিভাবে ওই দোকানে ছারপোকা ছারানো হল তার তদন্ত করছে।