আলোকিত ডেস্ক : মধ্যম কড়লডেঙ্গায় গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া কলন্দরিয়া কমপ্লেক্স উদ্বোধন ও ঈদ-ই মিলাদুন্নবী(স.) মাহফিল গত ২১ নভেম্বর বু-আলী কলন্দর (রহ.) আস্তানার সামনে অনুষ্ঠিত হয়েছে।

আলীউল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবীবুল্লাহ মাস্টার। প্রধান ওয়ায়েজ ছিলেন রাঙ্গুনিয়া রানীর হাট আল-আমিন হামিদিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা গাজী আবুল কালাম বয়ানী।

মাওলানা মহিউদ্দীন আলকাদেরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কাজী ওবাইদুল হক হক্কানী, গাউসিয়া কমিটি বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক এসএম মমতাজুল ইসলাম, মাওলানা আবদুল গফুর তালুকদার, মাওলানা জাহেদুল হক তালুকদার, মাওলানা নুরুল ইসলাম রহিমী প্রমুখ।

গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া কলন্দরিয়া কমপ্লেক্স উদ্বোধনীতে বক্তারা বলেন, মহান আল্লাহ কাছে প্রিয় একটি কাজ হচ্ছে ভাল কাজে প্রতিযোগিতা করা। এতে একদিকে যেমন সমাজ তথা মানবকল্যাণ হবে, তেমনি নিজেও পূণ্য লাভ করবে। পরিশেষে গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া কলন্দরিয়া কমপ্লেক্স নির্মাণকাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here