নগর প্রতিবেদক :
বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের মিনিস্টেরিয়াল অফিসার্স সমন্বয়ে গঠিত চট্টগ্রাম নগরীর শতবর্ষের পুরনো ঐতিহ্যবাহী বিনোদনমূলক প্রতিষ্ঠান কে.সি.দে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব)-এর সাধারণ সভা ও নির্বাহী পরিষদের নির্বাচন-২০২২ গত ৫ নভেম্বর শনিবার ক্লাবে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১৫ জন নির্বাহী সদস্য জয় লাভ করেন। গত ১২ নভেম্বর শনিবার বিজয়ী নির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও দায়িত্ব বন্টন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী একজন সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০টি সম্পাদকীয় পদ এবং ৫টি নির্বাহী সদস্য পদ রয়েছে।
নব নির্বাচিত কমিটির কর্মকর্তা ও সদস্যদের মধ্যে রয়েছে আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন চৌধুরী (সভাপতি), নেপাল কান্তি দাশ (সহ-সভাপতি), সবদের হোসেন (সাধারণ সম্পাদক), নুরুল মুহাম্মদ কাদের (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ সাইফুর রহমান (সাংগঠনিক সম্পাদক), ফজলে আকবর চৌধুরী (অর্থ সম্পাদক), মোঃ সৈয়দ এরশাদ আলম (সংস্কৃতি ও বিনোদন সম্পাদক), মোহাম্মদ জিন্নাত আলী চৌধুরী (দপ্তর ও প্রচার সম্পাদক), সাহিত্য ও মোহাম্মদ আলী (পাঠাগার সম্পাদক), উদয় শংকর সেন (ক্রীড়া সম্পাদক), নির্বাহী সদস্যরা হচ্ছে যথাক্রমে- মোঃ শহিদ উল্যাহ, মোঃ কামরুল ইসলাম, স্বদেশ শর্মা, এস.এম আরিফ হোসেন ও শফিউল আলম।
Post Views: ২১