বোয়ালখালী পৌরসভার হাজারীরচর গ্রামের উপাসক কীর্তনীয়া শিল্পী সিতাংশু বড়ুয়া (৮৪) গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে ৫টার সময় নিজ বাড়িতে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ১ কন্যা, পুত্রবধু, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে প্রয়াতার শেষ কৃত্যানুষ্টান হাজারীরচর জ্ঞানাঙ্কুর বিহার প্রাঙ্গনে অনুষ্টিত হয়। প্রয়াত সিতাংশু বড়ুয়ার পারিবারিক ও কর্মময় জীবনের উপর আলোকপাত করে অনিত্য দেশনা ও স্মৃতিচারণ করেন, প্রাজ্ঞ ভিক্ষুসংঘ ও সামাজিক নেতৃবৃন্দ।

এতে বক্তারা বলেন, সিতাংশু বড়ুয়া ছিলেন কঠোর পরিশ্রমী, পরোপকারি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। পাশাপাশি হস্তশিল্পে ছিল তার অসাধারণ নৈপূন্য। এছাড়া তিনি কবিরাজি চিকিৎসার মধ্য দিয়ে এলাকার মানুষের সেবা দিয়ে গেছেন।

তাঁর পারলৌকিক সৎগতি কামনা শেষে শ্রদ্ধা নিবেদন ও পুন্যদানের মধ্য দিয়ে স্থানীয় শ্মশানে দাহকার্য সম্পন্ন করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here