বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস্ ফোরাম (বিবিপিপিএফ) ভারত চ্যাপটারের উদ্যোগে কলকাতার নিউটাউনে হরিচাঁদ গুরুচাঁদ রিসার্চ ফাউন্ডেশনে আয়োজিত বিবিপিপিএফ এর মহাসচিব মরহুম মইউদ্দিন খান বাদল এমপির স্মরণ সভা গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।
এই সভায় ত্রিদেশীয় সাধারণ সম্পাদিকা গোপা মুখার্জী বাদল এর স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, এই সংগঠনে বাদল ভাইয়ের জায়গা অপুরণীয়। মানিক সমাজদার কিভাবে এই সংগঠনে বাদলকে যোগদান করালেন ও মুক্তি যুদ্ধে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন।
শ্রী দেবব্রত বিশ্বাস তাঁর প্রিয় বন্ধু চলে যাওয়াতে কতটা আঘাত পেয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে সকলের সামনে পরিস্কার ফুটে উঠেছে।
সেই সঙ্গে তিনি সকলকে এই বার্তা দেন যে,এই সংগঠনটি নিয়ে বাদল এমপি যে সপ্ন দেখেছিলেন সেই অখণ্ড ভারত এবং আমরা সবাই একই মায়ের সন্তান,এ কথা যেন আমরা ভুলে না যাই। সভায় উপস্থিত সকলেই তাঁর স্মৃতিচারণ করেন। বিকাল ৪টায় এই সভা সমাপ্ত হয়।
সভার সভাপতিত্ব করেন বি বি পি পি এফ-র ত্রিদেশীয় কমিটির সভাপতি শ্রী দেবব্রত বিশ্বাস। পরিচালনা করেন শ্রী হরিপদ বিশ্বাস।
এই সভায় অনেক লোক সমাগম হয়। সকলকে শ্রদ্ধা ও স্মরণ করার সুযোগ দেওয়া হয়। এই সভা চলে বিকাল ৪ টা পর্যন্ত।