ক্রীড়া প্রতিবেদক:
বোয়ালখালীতে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় পশ্চিম কধুরখীল ফুটবল একাদশ জয়ী হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ট্রাইবেকারে আমুচিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে কধুরখীল ফুটবল একাদশ ।
খেলার নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৮-৯ গোলে বিজয়ী হয় পশ্চিম কধুরখীল ফুটবল একাদশ।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত মিনহাজ হয়েছেন।
বিষয় গ্রুপের আজকের খেলায় বিজয় অর্জনের মধ্য দিয়ে পশ্চিম কধুরখীল ফুটবল একাদশের দলীয় পয়েন্ট ৪। আমুচিয়া ফুটবল একাদশ দুই ম্যাচ পেয়েছে ৪ পয়েন্ট। এ গ্রুপের অপর দল আহলা কড়লডেঙ্গা ফুটবল একাদশের রয়েছে ১ পয়েন্ট।
টুর্নামেন্টের পরবর্তী খেলা ৮ ফেব্রুয়ারি সোমবার বিকেলে পিসি সেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বীতা করবে সি গ্রুপের কধুরখীল ফুটবল একাদশ বনাম পোপাদিয়া ফুটবল একাদশ।