ইমামুল্লারচর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনু রাণীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক ঈতিকা চৌধুরী, যমুনা চৌধুরী, রুবেল বিশ্বাস।
এ সময় বক্তরা বলেন,আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। আগামী বাংলাদেশের নেতৃত্বদানকারী। এই শিশুদেরকে আগামী সময়ের জন্য প্রস্তুত করে তুলতে শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞানে তাদেরকে বিশ্ব শিশু হিসেবে গড়ে তুলতে হবে।