আলোকিত ডেক্স : ইন্দেনেশিয়ার বালিতে গিয়েছিলেন। সেখানকার সব অনবদ্য ছবি পোস্ট করে ইন্টারনেটে ঝড় তুললেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তাকে গ্লামারাস লুক দেখে রীতিমতো ঈর্ষা করেছেন অন্যান্য অভিনেত্রীরা।

https://www.instagram.com/p/Byjcgc2nVUf/?utm_source=ig_embed

ইনস্টাগ্রামে বালি ভ্যাকেশনের ছবি আপলোড করেছেন বিদ্যা। খোলামেলা মেরুন বিচ পোশাকে সমুদ্রের স্রোতে পা ডুবিয়ে বিদ্যার উচ্ছ্বসিত হওয়ার মুহূর্ত ধরা পড়েছে সেই ছবিতে। বালির সমুদ্র সৈকতে বিদ্যার এই খোলামেলা ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। বিদ্যার পোস্ট দেখে অনেকেই তার অনবদ্য লুকের প্রশংসা করেছেন।

দাপুটে এই অভিনেত্রীকে কুর্নিশ জানিয়েছেন প্রিয়াংকা চোপড়া, অদিতি রাও হায়দারি ও একতা কাপুরের মতো তারকারা। আর সোনাক্ষী সিনহা ঈর্ষার সুরে রসিকতা করে লিখেছেন,  তোমার সঙ্গে আমায় কেন নিয়ে গেলে না?

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here