দেবাশীষ বড়ুয়া রাজু:

আমেরিকা প্রবাসী সুমনপাল ভিক্ষু ও জীবক বড়ুয়ার আর্থিক সহায়তায় মিঠাপুকুর বেণুবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্টিত হয়েছে।

গত ২৮ অক্টোবর বুধবার দিনব্যাপী বেণুবন বিহারের দায়ক- দায়িকা কর্তৃক আয়োজিত ধর্মীয় নানা কর্মসূচীর মধ্য দিয়ে এ কঠিন চীবর দান ও বৌদ্ধ সমাবেশ অনুষ্টিত হচ্ছে।

বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুুর বেণুবন বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান ও আধিবাসী বৌদ্ধ সমাবেশে আর্থিক সহায়তা করেছেন দেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার লাখেরা গ্রামের জন্মজাত সন্তান ভিক্ষুকুল গৌরব, কধুরখীল জ্ঞানোদয় বিহারের প্রাক্তন বিহারাধ্যক্ষ, আমেরিকার ভার্জিনিয়া বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ, শিক্ষাবিদ শ্রীমৎ সুৃনপাল ভিক্ষু ও কর্ত্তালা গ্রামের জন্মজাত সন্তান স্বধর্মানুরাগী, আমেরিকা প্রবাসী জীবক বড়ুয়ার পরিবার।

স্বদ্ধর্মের প্রসারে তাদের এই মহৎ দান চেতনায় ধর্মীয় মূল্যবোধ আরো গতিশীল হবে এবং সমাজ উপকৃত হবে বলে মন্থব্য করেন বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের নেতৃবৃন্দ।

ভদন্ত সুমনপাল ভিক্ষু ও জীবক বড়ুয়ার পরিবারের উজ্জল ভবিষ্যৎ ও নিরোগ দীর্ঘায়ু কামনা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন মিঠাপুকুর বেণুবন বৌদ্ধ বিহারের দায়ক/ দায়িকাবৃন্দ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here