connected with each other

স্কাউট আন্দোলন

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (Robert Stephenson Smyth Lord Baden Powell of Gilwell) সংক্ষেপে বি.পি. ১৮৯৯ সালে দক্ষিণ আফ্যিকার ক্ষুদ্র সীমান্ত শহর ম্যাফেকিং এ ২১৭ দিন বুয়বদের দ্বারা অবরুদ্ধ ছিলেন। তখন তিনি নিজ সেনাদলের পাশাপাশি স্থানীয় বালকদের ব্যবহার করেন এর্ব সফলতা অর্জন করেন।

ম্যাফেকিং

ম্যাফেকিং জয়ের পর তিনি দেশে ফিরে আসেন। ১৯০১ সালে তিনি দেশে ফিরে আসেন এবং সেনাবাহীনি থেকে অবসর নেন। দেশে ফিরার পর বি. পি. বালকদের কাছে মহান বীর রূপে প্রভাবিত হন। তিনি ১৯০৮ সালের জানুয়ারী মাসে বালকদের জন্য “Scouting for Boys”বইটি লেখেন।

 তিনি এ বইটিতে বিরাট সংগ্রামের আহ্বান শুনতে পান। তিনি বুঝতে পারেন যে দেশর  বালকদের শক্তিমান পুরুষরূপে গড়ে তোলার এক মহান সুযোগ তাঁর সামনে উপস্থিত হয়েছে। তিনি ধীরে ধীরে ভারতীয় এভং আফ্রিকার যুলু এবং অন্যান্য বর্বর গোত্রে লব্ধ অভিজ্ঞতা অভিযোজন করতে লাগলেন। অবশেষে ১৯০৭ সালে গ্রীষ্মকালীন ইংল্যান্ডের পেলহারবারে অবস্থিত ব্রাউন-সী দ্বীপে ২৯ আগস্ট থেকে ০৮ই সেপ্টেম্বর পর্যন্ত ২০ জন বালক নিয়ে স্কাউট ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রথম স্কাউট ক্যাম্প

এ ক্যাম্পে বালকদেরকে ৪টি উপদলে ভাগ করা হয়েছে। উপদলগুলো হলো- চখা, দাঁড় কাক, ষাঁড়, নেকড়ে। এ পরীক্ষামূলক ক্যাম্পের ফলশ্রুতিতে ইংল্যান্ড, আমেরিকাসহ পর্যায়ক্রমে সারা বিশ্বে ইতিবাচক প্রভাব পরে। এভাবে পর্যায়ক্রমে বিশ্বব্যাপি বালক, কিশোর, যুবক সকলের কাছে কাছে একটি অরাজনৈতিক আন্দোলনরূপে ছড়িয়ে পরে।

এ আন্দোলন মানুয়ের উপকার, সমাজ তথা দেশের উপকার, নিজ ব্যক্তিত্ব তথা নেতৃত্ব গড়তে, বিশ্ব ভ্রাতৃত্ব বজায় রাখতে, এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকতে শিক্ষা দেয়। ১৯২০ সালে ইংল্যান্ডের অলিম্পিয়াতে বিশ্বের প্রথম স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয়।

এরপর এ আন্দোলনের ধারাবাহিকতা স্বরূপ আরো অনেক জাম্বুরী অনুষ্ঠিত হতে থাকে। যেমন: ১৯২৪ সালে ডেনমার্ক, ১৯২৯ সালে ইংল্যান্ড, ১৯৩৩ সালে হংগেরী, ১৩৩৭ সালে হল্যান্ড ইত্যাদি। এভাবে সারা বিশ্বে স্কাউট আন্দোলনের বিস্তৃতির সাথে সাথে বাংলাদেশেও মুক্তিযুদ্ধেও পর ১৯৭২ সালের ৯ই এপ্রিল স্কাউট আন্দোলনের সূচনা ঘটে।

আপনি কী একজন স্কাউট? আশা করছি নিচের Post গুলো আপনার প্রয়োজনীয়, পোস্টগুলো দেখতে নিচে ক্লিক করুন:

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here