স্কাউট আন্দোলন
ম্যাফেকিং |
ম্যাফেকিং জয়ের পর তিনি দেশে ফিরে আসেন। ১৯০১ সালে তিনি দেশে ফিরে আসেন এবং সেনাবাহীনি থেকে অবসর নেন। দেশে ফিরার পর বি. পি. বালকদের কাছে মহান বীর রূপে প্রভাবিত হন। তিনি ১৯০৮ সালের জানুয়ারী মাসে বালকদের জন্য “Scouting for Boys”বইটি লেখেন।
প্রথম স্কাউট ক্যাম্প |
এ ক্যাম্পে বালকদেরকে ৪টি উপদলে ভাগ করা হয়েছে। উপদলগুলো হলো- চখা, দাঁড় কাক, ষাঁড়, নেকড়ে। এ পরীক্ষামূলক ক্যাম্পের ফলশ্রুতিতে ইংল্যান্ড, আমেরিকাসহ পর্যায়ক্রমে সারা বিশ্বে ইতিবাচক প্রভাব পরে। এভাবে পর্যায়ক্রমে বিশ্বব্যাপি বালক, কিশোর, যুবক সকলের কাছে কাছে একটি অরাজনৈতিক আন্দোলনরূপে ছড়িয়ে পরে।
এরপর এ আন্দোলনের ধারাবাহিকতা স্বরূপ আরো অনেক জাম্বুরী অনুষ্ঠিত হতে থাকে। যেমন: ১৯২৪ সালে ডেনমার্ক, ১৯২৯ সালে ইংল্যান্ড, ১৯৩৩ সালে হংগেরী, ১৩৩৭ সালে হল্যান্ড ইত্যাদি। এভাবে সারা বিশ্বে স্কাউট আন্দোলনের বিস্তৃতির সাথে সাথে বাংলাদেশেও মুক্তিযুদ্ধেও পর ১৯৭২ সালের ৯ই এপ্রিল স্কাউট আন্দোলনের সূচনা ঘটে।
আপনি কী একজন স্কাউট? আশা করছি নিচের Post গুলো আপনার প্রয়োজনীয়, পোস্টগুলো দেখতে নিচে ক্লিক করুন:
- ব্যাডেন পাওয়েল এর জীবণী:
- স্কাউট প্রতিজ্ঞিা:
- স্কাউট আইন:
- স্কাউট মূলনীতি ও স্লোগান:
- ট্রুপ মিটিং এর ধারনা ও সম্পাদনের কৌশল:
- প্রাথমিক প্রতিবিধান কী ও কেন?
- কম্পাসের খুটিনাটি:
- স্কাউটদের জন্য প্রয়োজনীয় কিছু গেরো ও তার ব্যবহার:
- অভিবাভকদের কাছে বি.পি.র কী উপদেশ? দেখুন video তে।
- বালকদেরকে চিহ্নিত করে বি. পি. কী বলেছেন? দেখুন Video তে।