নিজস্ব প্রতিবেদক: বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ  জিয়াউল  হক মাইজভাণ্ডারী চান্দ্র বার্ষিক  ফাতেহা শরীফ, মাদ্রাসা-এ শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল  হক মাইজভাণ্ডারী প্রতিষ্ঠা বার্ষিকী  ও মোত্তাকীয়া  মাইজভাণ্ডারী ছৈয়দুর  রহমান’র ১৮তম বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে দুইদিন ব্যাপী কর্মসূচী ১৪ফেব্রুয়ারী ও ১৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে।

এই উপলক্ষে ১৪ ফেব্রুয়ারী সকাল ৯টা হতে ফ্রি খতনা ও গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী  বিতরন ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান বোয়ালখালীর খিতাপচর মাদ্রাসা-এ শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল  হক মাইজভাণ্ডারী মাঠে অনুষ্ঠিত হবে।

১৫ ফেব্রুয়ারী সকাল হতে খতমে কোরআন, দোয়া মাহফিল ও বাদে মাগরিব তবারুক বিতরণ ও রাত ১২ টাই ছেমা মাহফিল অনুষ্ঠিত  হবে।

উক্ত অনুষ্টানে সকল আশেক ভক্তবৃন্দদের উপস্থিত হওয়ার জন্য মোত্তাকীয়া মাইজভাণ্ডারী ছৈয়দুর  রহমানের  পরিবারবর্গের পক্ষ থেকে মো. আবুল মনছুর আহবান জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here