দেখে নিন আপনার প্রশ্নের উত্তরটা নিচে আছে কিনা:-
১. একজন কভিড পজিটিভ/suspected covid রোগীর সংস্পর্শে আসার কতদিনের মধ্যে লক্ষণ প্রকাশ পেতে পারে?
উত্তর: ৩-১১ দিনের মধ্যে/average ৫ দিনের মধ্যে।
২. কারও শরীরে কভিড এর জীবাণু কতদিন থাকে/একজন কভিড পজিটিভ রোগীর সুস্হ হতে কতদিন লাগে?
উত্তর: ১০-১৪ দিন। তবে কিছু মানুষের ক্ষেত্রে ১৮-২২ দিন।
৩. জীবাণু সংক্রমণের পর সবচেয়ে বেশি Risky সময় কোনটা?
উত্তর: ৭-১০ দিন (বেশিরভাগের মৃত্যু এই সময়ে হয়)।
৪. লক্ষণ প্রকাশ পাওয়ার পর কত দিনের মধ্যে টেস্ট করলে রিপোর্ট পজিটিভ পাব?
উত্তর: ৩-৫ দিনের মধ্যে।
৫. কভিড পজিটিভ রোগীর রিপোর্ট পজিটিভ আসার কতদিনের মধ্যে সে জীবাণু মুক্ত হবে?
উত্তর: ৭-১০ দিনের মধ্যে।
৬. কভিড পজিটিভ রোগীর রিপোর্ট পজিটিভ আসার কতদিনের মধ্যে তার রিপোর্ট নেগেটিভ হবে?
উত্তর: ১০ দিনের মধ্যে হওয়ার কথা তবে অনেকের শরীরে করোনার কিছু মৃত RNA থাকতে পারে তাই ৩৭-৪২ দিন পর্যন্ত পজিটিভ থাকতে পারে।
৭. রোগীর শরীরে করোনার কিছু নিষ্ক্রিয় RNA থাকতে পারে তাই পজিটিভ হওয়ার ১০ দিন পরও অনেকের পজিটিভ থাকতে পারে।সেটা কি অন্যের জন্য ক্ষতিকর?
উত্তর: না। নিষ্ক্রিয় RNA infections হয় না।
৮. কভিড পজিটিভ হওয়ার ১০ দিন পর কি আবার টেস্ট করা উচিত?
উত্তর: যদি নেগেটিভ রিপোর্ট ছাড়া আপনার চাকরি জীবন বা জনজীবনে কোন সমস্যা হয় তাহলে করান।অন্যথায় দরকার নেই।
Courtesy:
ডা. সুযত পাল। চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান (মেডিসিন বিভাগ)।