১৯৭১ সালে ইংরেজী পত্রিকাগুলো বঙ্গবন্ধু ও আমাদের স্বাধীনতার যুদ্ধ নিয়ে অনেক সংবাদ করেছে। অনেক গুলো পত্রিকা আমাদের স্বাধীনতার বিপক্ষে হলেও ঘটনার পেক্ষাপটে বঙ্গবন্ধুর আগুন জ্বলা সব বক্তব্যের খবর ছেপেছিল প্রায় সবাই। বঙ্গবন্ধু নেতৃত্বে স্বাধীনতার জয় জয়কার ছিলো তখন। নতুন প্রজন্মকে এই নিউজ ক্লিপ পড়ে দেখা উচিৎ কেমন সময় ছিলো আমাদের।