গুচ্ছ কবিতা
সুদিন অপেক্ষা
শ্রী বিপ্লব জলদাস
————————-
দিনের শেষে রাতের যাত্রা,
একটু একটু ভিন্ন মাত্রা।
সুদিন যেদিন আসবে পাছে,
মিলবো মোরা অনেক কাছে।
পারিজাত ফুলের টানে
সুমধুর গানে গানে।
নীল আকাশ ছেয়ে যাবে,
মেঘ বালিকা সঙ্গী হবে।
অঝোর ধারায় পুষ্প বৃষ্টি
ঝরবে অবিরাম।
অতঃপর স্নিগ্ধতা ছুঁয়ে যাবে
প্রাণ হবে অম্লান।
এসো সৃষ্টির চাষ করি
শ্রী বিপ্লব জলদাস
—————————-
এসো সুন্দরের পূজা করি
এসো শান্তির পথ ধরি।
বেলী ফুলের গন্ধে হৃদে
পূণ্যতা চাষ করি।
এসো আলোয় জীবন গড়ি
এসো সৃষ্টির চাষ করি।
বৃষ্টি ভেজা ফাগুন দিনে
মনের দুয়ার খুলি।
প্রেমের বাঁশীর মধুর সুরে
বীণায় আওয়াজ তুলি।
এসো মুক্তির কথা বলি
এসো স্বাধীন পথে চলি।
ঋণ
শ্রী বিপ্লব জলদাস
—————————-
যতই যাচ্ছে দিন
সময় হচ্ছে ক্ষীণ।
ধরিত্রীর কাছে কেবল
হচ্ছি শুধুই ঋণ।
ধরিত্রী দেবী
তুমি বড়ই দয়ালু।
দয়ায় পূর্ণ কর তুমি
এই পূণ্য ভূমি।
তোমার কাছে শিখছি কত
বেচে থাকার গান।
হৃদয় জুড়ে তোমার স্মৃতি
থাকুক অম্লান।
বিচিত্র শোভা
শ্রী বিপ্লব জলদাস
—————————-
ফুলের গন্ধে মন আনন্দে
হৃদয় পাগল পারা।
প্রকৃতি গর্ভে চতুর্দিকে
চলছে একই ধারা।
বিহঙ্গের কলতানে
কি অপরূপ সাড়া।
বিচিত্র শোভা বাড়ায়
নীল আকাশের তারা।
এভাবেই কাটুক না হয়
দিবা রজণী।
সংগোপনে থাকুক যতই
হৃদয় হরনী।।