অনলাইন রিপোর্ট

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন)। রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল পৌনে আটটার দিকে তিনি মারা যান।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

রাষ্ট্র পরিচালনায় তিনি ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম করেছিলেন। শুক্রবারকে ছুটির দিন ঘোষণা করেছিলেন। মসজিদ মাদ্রাসার বিল মওকুফ করেছিলেন। টিভিতে আজান প্রচারের নিয়ম করেছিলেন। উপজেলা পদ্ধতি চালু করেছিলেন। গুচ্ছগ্রামের প্রবর্তন করেছিলেন। দেশ মাতৃকার একজন গর্বিত সাবেক সেনাপ্রধান দেশের নয় বছরের সাবেক সফল প্রেসিডেন্ট। নয় বছরের শাসনামল এদেশের উন্নয়নের স্বর্ণযুগ ছিল। তিনি বলেছিলেন, ‘৬৮ হাজার গ্রাম বাচলে বাংলাদেশ বাচবে ‘। অতঃপর তিনি হলেন পল্লিবন্ধু আলহাজ্জ্ব হুসেইন মুহম্মদ এরশাদ।

না ফেরার দেশে ভাল থাকুন প্রিয় পল্লিবন্ধু।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here