অনলাইন ডেক্স : মাদক বিরোধী এডভেঞ্জার নিয়ে কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প পরিভ্রমণ করবে স্কাউট ও রোভার দল । আগামী ৯ জুন থেকে ১১জুন পর্যন্ত এ ক্যাম্প কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনে অবস্থান করবে।
দ্বিতীয়বারের মতো এ ফ্রেন্ডশিপ এ্যাডভেঞ্চারের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জানিয়েছেন সাইরুন ইমরান হোসাইন।
যারা রেজিস্ট্রেশন করেছেন তারা আগামী ৯ জুন দুপুর ১২টায় কক্সবাজার সরকারি কলেজ যোগ দিতে হবে। এ সময় ব্যাক্তিগত তাঁবু, খাবার প্লেট, পানির বোতল, চার্চলাইট, প্রয়োজনীয় কাপড়, নিজের খাবারের ঔষুধ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, মোবাইল, পাওয়ারব্যাংক (যদি থাকে), টুপি, হালকা বিছনাপত্র সাথে আনার জন্য অনুরোধ জানিয়েছেন সাইরুন ইমরান হোসাইন ।
এছাড়া ক্যাম্পে অবস্থানকালীন সময়ে এসব প্রয়োজনীয় জিনিস নিজ দায়িত্বে রাখতে হবে বলে আয়োজককারীদের পক্ষ থেকে জানানো হয়েছে ।
আরো পড়ুন :
সেচ্ছাসেবী সংগঠন ঠিকানা’র দু’টি প্রকল্পের উদ্বোধন