কালুরঘাটে সড়ক কাম রেল সেতুর নির্মাণ ছাড়া চট্টগ্রাম তথা দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বোয়ালখালী উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দরা।

শুক্রবার (১৪ জুন) বিকেলে উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বোয়ালখালী উন্নয়ন সংগ্রাম পরিষদের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেছেন।

এ সময় বোয়ালখালী উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা সৈয়দুল আলম সভাপতির বক্তব্যে বলেন, বোয়ালখালী উপজেলা কর্ণফুলী নদীর এমন এক কেন্দ্রে রয়েছে যা ভোগৌলিক কারণে অত্যন্ত গুরুত্ববহ। সে গুরুত্বকে বিট্রিশরা বিবেচনায় নিয়ে কালুরঘাটে সেতু তৈরি করেছিলেন। বর্তমানে তা অনুধাবন করার আবারো সময় এসেছে।

উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ওবাইদুল হক, মো. জাহাঙ্গীর আলম, প্রকাশ দেওয়ানজী, মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দীন, ইউপি সদস্য মামুন উদ্দীন ও হাফেজ মাওলানা মো. সাইফুদ্দিন।

বক্তারা বলেন, চট্টগ্রাম নগরের সাথে দক্ষিণের জেলা উপজেলাগুলোকে বিচ্ছিন্ন রেখে কোনো উন্নয়ন পরিকল্পনা যথাযথ হবে না। যতদিন না চট্টগ্রাম শহরকে প্রসারিত করা যাবে না। কালুরঘাটে সেতু দ্রুত নির্মিত হলে কৃষি, অর্থনৈতিক ও পর্যটন শিল্পসহ দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

এছাড়া সভায় বোয়ালখালী উপজেলা প্রধান সড়কগুলো সম্প্রসারণ, পাহাড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলা, বোয়ালখালী খালের ভাঙনরোধ ও খাল পুন:খননের মাধ্যমে চাষাবাদে পানির সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here