প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখানোর পর জরুরি সভা ডেকেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে সরকারের পক্ষ থেকে সবরকমের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল বলেন, পূর্বাপর অভিজ্ঞতার আলোকে সবরকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছি। উপকূলীয় জেলা প্রশাসনের কাছে শুকনো খাবার পাঠাচ্ছি। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ভোলান্টিয়ার মাঠে নেমেছে। পূর্ব প্রস্তুতি সবরকমের নেওয়া হয়েছে।

তিনি জানান, শুক্রবার বিকেল ৩টায় সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে জরুরি সভা ডাকা হয়েছে। সভা শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করা হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here