অনলাইন ডেস্ক : ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাতে নয়াদিল্লীতে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মাসের প্রথম সপ্তাহে দুই দেশের প্রধানমন্ত্রীর এই সাক্ষাত অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ জুন ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি থেকে ফেরার পথে দিল্লীতে যাত্রাবিরতি করবেন। এসময় তিনি দিল্লীতে নরেন্দ্র মোদির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
তিন দেশ সফরের উদ্দেশে ২৮ জুন বাংলাদেশ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান ও সৌদি আরব হয়ে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে যাবেন। এরপর দেশে ফেরার পথে নয়াদিল্লীতে যাত্রা বিরতি করবেন প্রধানমন্ত্রী।