নিজস্ব প্রতিবেদক :

বােয়ালখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ দিনে চেয়ারম্যান পদে ৩২ জন মনােনয়ন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ডিসেম্বর) মনােনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত প্রার্থীরা স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৭জন আ.লীগ, ২০জন স্বতন্ত্র, ইসলামী ফ্রন্ট ২জন, কমিউনিস্ট পাটি-১জন, ইসলামী আন্দোলন ২জনসহ মােট ৩২ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা পদে ৬৩ জন ও সাধারন সদস্য পদে ২৯২ জন মনােনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে

May be an image of 9 people, people sitting and people standingশাকপুরা ইউনিয়নে  ৬জন

আ.লীগ মনােনীত প্রার্থী আবদুল মান্নান মােনাফ, গিয়াস উদ্দিন (স্বতত্র), মােঃ মােজাহের আলম (স্বতত্র), নুরুল ইসলাম (ইসলামী আন্দলন), আবদুল মালেক (ইসলামী ফ্রন্ট), মােঃ এমরান।

May be an image of 4 people, people sitting and people standingসারােয়াতলী ইউনিয়নে ৩জন-

আ.লীগ মনােনীত প্রার্থী বেলাল হােসেন, এ,এস,এম মহিউদ্দিন চৌধুরী (স্বতত্র) এ,এম,এম ইউছুপ চৌধুরী।

May be an image of 7 people, people sitting, people standing and indoorপােপাদিয়া ইউনিয়নে ৪ জন-

আ.লীগ মনােনীত প্রার্থী এস,এম জসিম, সৈয়দ মােঃ মােদাচ্ছের, বাবু দাশ, এস.এম. জোবাইর হাসান।

চরনদ্বীপ ইউনিয়নে ৫জন-

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামসুল আলম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. নুরুল আমিন খান, সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শোয়াইব রেযা, মো. মোস্তাফা কামাল ও রহমত আলী চৌধুরী। 

No description available.শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নে ৫জন-

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ মোকারম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী খালেদ সাইফুল্লাহ, মো. ইকবাল ও মো. নাঈম উদ্দীন। 

আমুচিয়া ইউনিয়নে ৩জন-

আ.লীগ মনােনীত প্রার্থী কাজল দে, অজিত বিশ্বাস (স্বতত্র) অনুপম বড়ুয়া (কমিউনিস্ট)

May be an image of 3 people, people sitting, people standing, indoor and text that says "S POCO SHOT ON POCO S2 M2"আহল্লা করলডেঙ্গা ইউনিয়নে ৬ জন-

আ.লীগ মনােনীত প্রার্থী মনসুর আহমদ, হামিদুল হক মান্নান, মােঃ সায়েম, মাহাবুবুল আলম, মােহরম আলী, মুরাদ হাসান সহ সর্বমোট৩২জন মনােনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের তথ্যমতে,

উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩২জন, সংরক্ষিত মহিলা মেম্বারে ৬৩ জন মেম্বার পদে ২৯২ জন মনােনয়ন ফরম জমা দিয়েছেন।

উপজেল বাচন কর্মকর্তা মাে নরুল ইসলাম জানান, সষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে তারা বদ্ধপরিকর।

মনােনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর। ভােট গ্রহণ হবে ৫ জানুয়ারি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here