নিজস্ব প্রতিবেদক
সিলেটসহ সারাদেশে করোনাভাইরাস পরিস্থিরর অবনতির মুখে এবার হচ্ছে না হজরত শাহজালাল (রহ.)-এর ৭০১তম বার্ষিক ওরশ।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে শাহজালাল (রহ.) এর দরগাহ অফিসে মাজার পরিচালনা কমিটির এক বৈঠক শেষে এ তথ্য জানান মাজারের মোতওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান ।
তিনি বলেন, ৭০০ বছরের ইতিহাসে এ প্রথম বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ওরশ মোবারক আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হচ্ছে না।
ফতেহ উল্লাহ আল আমান আরও বলেন, করোনাভাইরাস এর সামাজিক সংক্রমণ বৃদ্ধির কারণে বিশ্বস্বাস্থ্য সংস্থা ও সরকারের পরামর্শ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
এর ফলে এ বছর ১১ ও ১২ জুলাই দু’দিনব্যাপী হজরত শাহজালাল (রহ.) এর ৭০১ তম ওরশ অন্য বছরের ন্যায় উদযাপিত হচ্ছে না। তাই ওরশ’র নির্ধারিত দিন মাজারে ভক্ত ও আশেকানদের ভিড় না করার অনুরোধ জানান আমান।
সভায় হজরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আউলিয়া ভক্ত পরিষদের মহাসচিব ইউপি চেয়ারম্যান শেখ মো. মকন মিয়া, সহ-সভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন সিরুল ও মাজারের খাদেম তৌফিক আহমদ চৌধুরী লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।