বোয়ালখালী ঠিকাদার সমিতি গঠনকল্পে এক সভা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে স্থানীয় ডাকবাংলোতে সম্প্রতি অনুষ্ঠিত হয় ।
সভায় বোয়ালখালীর ঠিকাদারদের সুসংগঠিত করে সরকারের উন্নয়ন কার্যক্রমকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন খাজা গরীবে নেওয়াজ বিল্ডার্স এর প্রোপাইটর মোহাম্মদ আবুল মোকারম,মেসার্স ফোরক আহমদ এন্ড সন্স এর প্রোপাইটর মো. সাইফুল ইসলাম,মেসার্স খাঁন এন্টারপ্রাইজের প্রোপাইটর নুরুল আমিন খান, মেসার্স আব্দুস ছালাম এর প্রোপাইটর মোহাম্মদ আব্দুস ছালাম, মেসার্স জাকির হোসেন এর প্রোপাইটর মো. জাকির , মেসার্স খায়ের এন্ড সন্স এর প্রোপাইটর মো. তারেকুল ইসলাম, মেসার্স মদিনা ট্রেডার্স এর প্রোপাইটর মো. শফিউল আজম, মেসার্স সুরিয়া ট্রেডার্স এর প্রোপাইটর মোহাম্মদ নাজু আহমদ পাভেল, মেসার্স মিম এন্টার প্রাইজের প্রোপাইটর মো. সেলিম উদ্দিন,মেসার্স সাজিয়া ট্রেডিং এর প্রোপাইটর মো. সাব্বির আলম চৌধুরী, মেসার্স সোলায়মান ষ্ঠোর এর প্রোপাইটর মো. সোলায়মান সওদাগর, মেসার্স মরিয়ম এন্ড ইয়াছমিন বিল্ডার্স এর প্রোপাইটর ইউছুফ নবী,মেসার্স ঈদা এন্টারপ্রাইজের মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী,মেসার্স আবরার ট্রেডিং এর প্রোপাইটর এস এম রেজাউল করিম, মেসার্স নাহার ট্রেডিং এজেন্সির মো. মোশারফ হোসেন ছোটন, মেসার্স এম এন এন্টারপ্রাইজের ইঞ্জিনিয়ার আবদুল মোনাফ মহিন, মেসার্স কে জি এন এন্টারপ্রাইজের মোঃ রাশেদুল আলম সুমন, ইন্টারন্যাশনাল বিল্ডিং ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন এর – এফ.এম হাসনাইন আহাম্মেদ হাসনিন, মেসার্স হাবিরা ষ্টোর এর প্রোপাইটর খোরশেদ আলম, মোহাম্মদ রসজ উদ্দিন, মো. ইউনুস, মো. জসিম,উদ্দিন প্রমুখ ।
সভায় সর্বসম্মতিক্রমে