১২ই ভাদ্র ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন
আগামী ১২ ভাদ্র, ২৭ আগষ্ট অনুষ্ঠিতব্য বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফ হযরত মাওলানা শাহসুফি শেখ অছিয়র রহমান আল ফারুকী (ক:)’র ৯ বেছাল বার্ষিকী ওরশ শরীফের প্রস্তুতি সভা আজ ৫ জুলাই জুমাবার বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে বাদে জুমা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাজ্জাদানশীন-এ দরবার পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম:)।
এতে উপস্থিত ছিলেন গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখা এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত সভায় আসন্ন চরণদ্বীপি কেবলার (ক:) ৯৯ তম বেছাল বার্ষিকী ওরশ শরীফ এবং ২০২০ সালে অনুষ্ঠিতব্য শততম বেছাল বার্ষিকী ওরশ শরীফের প্রস্তুতিকল্পে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।