আবো প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম  দক্ষিণ জেলার সাথে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার সাথে মতবিনিময় সভা বোয়ালখালী উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

গত ২৪ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালীর সভাপতি স.ম এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইন। অনুষ্ঠানে বক্তারা আগামী ১ জানুযারী চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্দ্যোগে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কর্মী সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী সফল করার আহবান জানান

সাধারন সম্পাদক মো আখতার হোসেন তালুকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা দপ্তর  সম্পাদক মাওলানা মুহাম্মদ কপিল উদ্দীন, বোয়ালখালী সিনিয়র সহ সভাপতি কাজী ওবাইদুল হক হক্কানী, জাহাঙ্গীর আলম, আলম খান, মাওলানা মহিউদ্দীন আলকাদেরী, কমরুদ্দীন মাষ্টার, রাশেদুল হক ফারুকী, শওকত হোসেন ফারুকী, আবদুল্লাহ আল মামুন, মোরশেদ আলম লিটন, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, ইশতিয়াক উদ্দীন সিকদার, আরিফুল ইসলাম, রাশেদুল আলম ইফতি, আবদুর রশিদ, রবিউল করিম, জয়নাল আবেদীন, জহুরুল ইসলাম, আমির হোসেন, শায়ের ইলিয়াস, ওয়াজেদ হোসেন, আবদুল গফুর প্রমূখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here