নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রতিষ্ঠাতা গাউসুল আযম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ) এর ১১৭তম ‘মহান ১০ মাঘ উরস শরিফ’ উপলক্ষে Shahanshah Hazrat Syed Ziaul Huq Maizbhandari Trust (SZHM Trust) এর ব্যবস্থাপনায় ১৩দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে Maizbhandari Academy উদ্যোগে আগামী ১৯ জানুয়ারি চট্রগ্রাম মুরাদপুর আপন গার্ডেন হলে অনুষ্ঠিতব্য ‘উলামা সমাবেশ-২০২৩ উদযাপনের লক্ষ্যে আরবি প্রভাষক মাওলানা মুজিবুল হকের সঞ্চালনায় অধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ আবুল কাসেম সাহেবের সভাপতিত্বে ফটিকছড়ি জোন প্রস্তুতি সভা ‘ মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলামা সমাবেশ উদযাপন পরিষদের আহবায়ক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খান আল আজহারি, অতিথি হিসেবে ছিলেন উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম হেফজখানা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা আবুল কালাম, সদস্য মাওলানা ইলিয়াস হোসাইনি, অত্র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রফিক উদ্দিন,মুদাররিস মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা বেলাল,মাওলানা মনসুর,মাওলানা জালাল,মাওলানা কায়সার, সুয়াবিল হক ভাণ্ডারী মাদরাসার সুপার মাওলানা আবু তাহের, ফরহাদাবাদ সেকান্দর শাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইফুদ্দিন সাহেব,শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী ইসলামিক একাডেমির সুপার মাওলানা রবিউল হক, প্রাক্তন পরিষদের প্রতিনিধি মুহাম্মদ তামজিদ, শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন আলেম উলামা উপস্থিত ছিলেন।
সবশেষে মিলাদ-কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সভা শেষ হয়।