নিজস্ব প্রতিবেদক : আসন্ন শারদীয়া দূর্গাপুজা উদযাপনের লক্ষ্যে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী হোরারবাগ মাতৃমন্দির পল্লীমঙ্গল সমিতির পুজা কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৫ জুলাই) বিকেলে মন্দির প্রাঙ্গনে এক সভা রবীন্দ্রলাল বৈদ্য’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মানজিত বৈদ্য, লিপ্টন বৈদ্য প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে রবীন্দ্রলাল বৈদ্যকে সভাপতি, মিন্টু বৈদ্যকে সাধারণ সম্পাদক ও সণক দত্ত’কে অর্থ সম্পাদক করে ২০১৯ সালের এ কমিটি গঠন করা হয়েছে।