আলোকিত ডেক্স : রমা বৈদ্যকে সভাপতি ও রুপসী দাশকে সাধারণ সম্পাদক করে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ জুন পটিয়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

দক্ষিণ জেলা সভাপতি বিজয় লক্ষ্মী দেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মধুমিতা বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ড.জিনবোধি ভিক্ষু । প্রধান বক্তা ছিলেন শিক্ষাবিদ ড. অরুণ গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন- পরিষদের কেন্দ্রীয় নেত্রী সুপ্রিয়া ভট্টাচার্য্য, দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি ডা: দিলীপ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক তাপস হোড়, কেন্দ্রীয় সদস্য এড. প্রদীপ কুমার চৌধুরী।

এতে বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক ইলা বড়ুয়াসহ পরিষদের কেন্দ্রীয়, আঞ্চলিক ও জেলা- উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here