অনলাইন ডেস্ক: তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে হ্যাট্রিক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আর দ্বিতীয়বার কুর্সিতে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ভারতের সাধারণ নির্বাচনে বিপুল শক্তি নিয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি তথা এনডিএ জোট৷ জয়ী মোদীকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন হাসিনা৷

এর পরেই ঢাকার কূটনৈতিক মহলে আরও আলোচনা- দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ভারতের প্রধানমন্ত্রী ফের সফরে আসবেন৷ এর পরেই দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশনের বৈঠক অনেক দিন ধরে হয়নি এবং আমরা আশা করছি এটি খুব শিগগিরই হবে। এই বৈঠকেই তিস্তা জলবন্টন চুক্তি সম্পাদনের বিষয়টি সবুজ সংকেত পাবে৷ ভারত সরকার চুক্তিতে রাজি থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে এই চুক্তি আটকে রয়েছে৷

মোদীর জয়ের খবর আসতেই শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা অভিনন্দন বার্তায় লিখেছেন, ‘আপনার অসাধারণ নেতৃত্বে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ে বাংলাদেশের সরকার ও জনগণ এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই জয় আপনার প্রতি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন।’

সম্প্রতি বাংলাদেশের বিদেশ সচিব এম শহীদুল হক এবং ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে গত ১৬ এপ্রিল নয়াদিল্লিতে বৈঠকে মিলিত হন। সেই বৈঠকে দুই রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক ধরে রাখার বিষয়ে আলোচনা হয়৷ ঢাকায় এম শহীদুল হক জানিয়েছেন, ভারতের সঙ্গে আমাদের বোঝাপড়া কৌশলগত সম্পর্কের থেকেও বেশি এবং আমরা এই অবস্থা বজায় রাখতে চাই।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here