বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দিন আহমদ।
বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তাকে নগরের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান হাসপাতালের জেনারেল ম্যানেজার রঞ্জন প্রসাদ দাশগুপ্ত।
তিনি বলেন, হাসপাতালে ভর্তির পর বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর পরীক্ষা-নিরীক্ষা করেছেন। বুকে ব্যথা ছিল, রক্তচাপও বেড়ে গিয়েছিল। তবে এখন তিনি আগের চেয়ে অনেকটা ভালো আছেন।
রঞ্জন প্রসাদ বলেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।
এর আগে বুধবার লোহাগাড়ায় প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীনের শোকসভায় যোগ দেন মোছলেম উদ্দিন আহমদ। সেখান থেকে ফেরার পর রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন।