May be an image of one or more people and people sittingনিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাসের প্রার্দুভাব থেকে রক্ষা পেতে, দেশব্যাপী কঠোর বিধিনিষেধ চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে বোয়ালখালী পৌরসভার হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারে গণ প্রব্রজ্যা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৬ জুলাই) বিকেলে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯ তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণ প্রব্রজ্যা অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন – বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহ সভাপতি অধ্যাপক বিপুলানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি ভদন্ত বিপস্সী মহাথের।
হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরত্ন ভিক্ষুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রব্রজ্যা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোমদন্ডী জ্ঞানোদয় বিহারের বিহারাধ্যক্ষ বিদর্শনাচার্য্য শাসনপ্রিয় মহাথের, কধুরখীল জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যানন্দ ভিক্ষু,চান্দগাঁও সার্বজনীন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ বিনয়শ্রী ভিক্ষু ও বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান উদ্যেক্তা সাংবাদিক অধীর বড়ুয়া।
গত ২৩ জুলাই শুরু হওয়া বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ আষঢ়ী পূর্ণিমা ও ত্রৈমাসিক বর্ষাবাস উপলক্ষে চলমান লকডাউনের কারণে স্ব স্ব কর্মস্থল বন্ধ থাকার সুবাধে গ্রামের ৮ জন দায়ক এ প্রব্রজ্যা দীক্ষায় দীক্ষিত হন। ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে বিশ্ব শান্তি কামনায় দান, শীল ভাবনায় রত থেকে জাতী- ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলে যেন করোনা মহামারী থেকে মুক্তি লাভ করে এ কামনায় উক্ত অনুষ্টানের আয়োজন করেন জ্ঞানাঙ্কুর বিহার পরিচালনা কমিটি। করোনা কালীন স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত এ প্রব্রজ্যানুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন- উপাসক প্রশান্ত বড়ুয়া।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here