কালীপ্রসন্ন সিংহের একটি বড় অবদান সংস্কৃতবহুল পণ্ডিতি ভাষার বিরুদ্ধে কথ্য ভাষাকে বাংলা সাহিত্যে স্থাপন। হুতোম প্যাঁচার নকশায় এ ভাষা প্রয়োগ করেন। প্যারীচাঁদ মিত্র সাধু ও কথ্য উভয় বাক্যরীতির মিশ্র প্রয়োগ করে যে ‘আলালী ভাষা’ সৃষ্টি করেন, কালীপ্রসন্ন সিংহ একে আরো সুন্দর ও মসৃণ করে তোলেন। তার ব্যবহৃত রীতিতে কথ্য ও সাধু ক্রিয়াপদের মিশ্রণ নেই।
কলকাতা ও পাশের অঞ্চলের মৌখিক ভাষার সুষ্ঠু প্রয়োগের প্রথম কৃতিত্ব তারই। তার ব্যবহৃত ভাষা ‘হুতোমী বাংলা’ নামে পরিচিত। অন্যান্য গ্রন্থ : বাবু (প্রহসন ১৮৫৪), বিক্রমোর্বশী (অনুবাদ নাটক, ১৮৫৭), সাবিত্রী সত্যবান (নাটক, ১৮৫৮), মালতীমাধব (অনুবাদ নাটক, ১৮৫৯)। মৃত্যু, কলকাতা, ২৪ জুলাই ১৮৭০।

এবি/টিআর ২৪ জুলাই ২০১৯

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here