লেখক, সাংবাদিক বেবী মওদুদ জন্মগ্রহণ করেন ২৩ জুন, ১৯৪৮।
ঢাকা বিশ্ববিদ্যালয থেকে অনার্সসসহ এমএ করেছেন তিনি।
সাংবাদিকতা জীবনে বাংলাদেশের বহু শীর্ষস্থানীয় দৈনিকে কাজ করেছেন। সক্রিয ছিলেন প্রগতিশীল রাজনীতিতে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি এ ধারার রাজনীতিতে যুক্ত হন।
শিশু-কিশোরদের জন্য প্রচুর লেখালেখি করেছেন বেবী মওদুদ। তাই শিশুসাহিত্যিক হিসেবেই তাঁর খ্যাতি সবচেয়ে বেশি। জাতীয় সংসদেও সংরক্ষিত আসনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি, বেশ কয়েক বছর দেশের প্রথম অনলাইন দৈনিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর হিসেবে কাজ করেছেন।
এই বরেণ্য ব্যক্তি দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াই করে হার মানেন ২০১৪ সালের ২৫ জুলাই।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here