সৈয়দ নুরুল ইসলাম
বাজেট ঘোষণার পর থেকে কম করে হলেও ১০ জন সাংবাদিক বন্ধু জানতে চেয়েছেন ব্যবসায়ী হিসাবে এবারের বাজেট নিয়ে আমার প্রতিক্রিয়া কি?
বিনয়ের সাথে সবাইকে একটা কথাই বলেছি, গত ৩৫ বছর ব্যবসায়ী হিসাবে সরকারের কাছে অনেক কিছু চেয়েছি,পেয়েছিও অনেক কিছু। এবার অামার প্রত্যাশা ব্যবসায়ী হিসাবে না, একজন সাধারণ নাগরিক হিসাবে
আমি বিশ্বাস করি দেশের ১৭ কোটি মানুষ বেঁচে থাকলে জিডিপি গ্রোথ বা বার্ষিক উন্নয়ন ৮ শতাংশ কেন ১০ শতাংশেরও বেশী করা যাবে। কিন্তু মানুষ বাঁচল না, উন্নয়ন হলো!!!
কার জন্য এবং কেন এই উন্নয়ন?
করোনা আমাদের চোখে অাংগুল দিয়ে দেখিয়ে দিয়েছে অামাদের স্বাস্থ্যখাত কোথায়!
তাই একজন সাধারণ মানুষ হিসাবে অামার প্রত্যাশা এবারের বাজেটে স্বাস্থ্য খাতের জন্য প্রায় ৪১ হাজার + করোনা মোকাবিলায় ১০ হজার কোটি সহ প্রায় ৫১ হাজার কোটি টাকার যে বরাদ্দ রেখেছে সেটা বাড়িয়ে ১০০ হাজার কোটি টাকা করে তার সঠিক বাস্তবায়ন করা।
আমাদের মনে রাখতে হবে সব ঠিক থাকলে ২০২০ এর শেষে অথবা ২০২১ সালের প্রথমে করোনা ভ্যাকসিন এসে যাবে। ১৭ কোটি মানুষের জন্য প্রতি ভ্যাকসিনের খরচ বাবদ ৩০০ টাকা প্রয়োজন হলে অামাদের এই অর্থ বছরে ভেক্সিন বাবদ লাগবে প্রায় ৫ হাজার কোটি টাকা।
তাই স্বাস্থ্য খাতের উন্নয়নই হবে অাগামী দিনের উন্নয়নের চাবিকাঠি।