যৌবনে ড. বিভূতি ভূষণ দত্ত

জীবনী

বিভূতিভূষণ দত্ত (জন্ম: ২৮ জুন ১৮৮৮—মৃত্যু: ৬ অক্টোবর ১৯৫৮) ছিলেন একজন ভারতীয় গাণিতিক ইতিহাসবেত্তা ও সন্ন্যাসী। চট্টগ্রাম জেলার কানুনগোপাড়ায় একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি গণেশ প্রসাদের ছাত্র ছিলেন এবং তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন। ১৯১৪ সালে সেখান থেকেই গণিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৯০৪ সালে ফলিত গণিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন যেখানে তিনি ইউনিভার্সিটি সায়েন্স কলেজের প্রভাষক ছিলেন এবং ১৯২৪-১৯২২ এর সময় ফলিত গণিতের রাসবিহারী ঘোষ অধ্যাপক ছিলেন। ১৯২০ এবং ১৯৩০ এর দশকে তিনি ভারতীয় গণিতের ইতিহাসের একজন কর্তাব্যক্তি হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি ভারতীয় দর্শন এবং ধর্ম সম্পর্কে গভীর আগ্রহী ছিলেন। ১৯২৯ সালে তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন ও ১৯৩৩ সালে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন এবং ১৯৩৮ সালে স্বামী বিদ্যারণ্য নামে সন্ন্যাসী জীবন শুরু করেছিলেন। জীবনের শেষ বছরগুলোতে, স্বামী বিদ্যারণ্য হিসাবে তিনি মূলত রাজস্থানের পুষ্করে থাকতেন।

বিভূতিভূষণ দত্ত (জন্ম: ২৮ জুন ১৮৮৮—মৃত্যু: ৬ অক্টোবর ১৯৫৮) বহুল প্রচারিত সংরক্ষিত ছবি

রচনা

হিন্দু গণিতের ইতিহাস: একটি উৎস বই,[২] অভধেশ নারায়ণ সিংহের (১৯০১-১৯৫৪) সাথে যৌথভাবে রচিত এই বইটি ভারতীয় গণিতের ইতিহাসে একটি আদর্শ রেফারেন্স হয়ে উঠেছে।[৩][৪] তিনি সূলবা সুত্রে একটি মনোগ্রাফও লিখেছিলেন।[৫] তাঁর রচিত ‘History of Hindu Mathematics’ এবং ‘প্রাচীন ভারতের ভাগবত কাহিনী দুটি পরিচিত গ্রন্থ। তিনি ভারতীয় গণিতের ইতিহাস সম্পর্কিত ৭০ টিরও বেশি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেছিলেন।[৬]

তাঁর নামে কানুনগোপাড়ায় অবস্থিত ড. বিবি স্কুল

আরো পড়ুন-

  1.  R. C. Gupta (মে ১৯৮০)। “Bibhutibhusan datta (1888–1958), historian of Indian mathematics” (PDF): 126–133। ডিওআই:10.1016/0315-0860(80)90033-6। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৬
  2.  Bibhutibhushan datta and Awadhesh Narayan Singh (১৯৬২)। History of Hindu Mathematics: a Sourcebook। Asia Publishing House।
  3.  Frank J. Swetz (ফেব্রুয়ারি ২০১০)। “Mathematics in India”। ডিওআই:10.4169/loci003292। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৬
  4.  L. G. Simons (১৯৩৬)। “L G Simons, Review: History of Hindu Mathematics – A Source Book. Part I. Numeral Notation and Arithmetic”: 367–368। ডিওআই:10.2307/2301803
  5.  Bibhtibhushan Datta (১৯৩২)। The Science of the Sulba. A study in early Hindu geometry। University of Calcutta।
  6.  J J O’Connor and E F Robertson। “Publications of Bibhutibhusan Datta”। MacTutor History of Mathematics archive। University of St Andrews, Scotland। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৬।- উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে|

কবিয়াল রাইগােপালের সংক্ষিপ্ত জীবনী

শাকপুরা শ্রী অরবিন্দ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী নীরদ বরণ চৌধুরী

বৃটিশ আন্দোলনের পুণ্যভমি ও কবি সুকান্তের স্মৃতি বিজড়িত কধুরখীল উচ্চ বিদ্যালয় এখন সরকারি প্রতিষ্ঠান

এক নজরে ঐতিহ্যবাহী স্যার আশুতোষ সরকারী কলেজ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here