২০১৯ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) একটি স্কুল থেকে মাত্র ১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বিদ্যালয়টিতে চার জন শিক্ষক কর্মরত থাকলেও পাস করতে পারেনি একমাত্র ক্ষুদে শিক্ষার্থী।

ঘটনাটি ঘটেছে মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০১৯ সালে নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সবমিলিয়ে মাত্র ২৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। এর মধ্যে পঞ্চম শ্রেণিতে ভর্তি হয়েছিল মাত্র একজন শিক্ষার্থী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, অনেক চেষ্টা করেও আমরা ঐ শিক্ষার্থীকে পাশ করাতে পারিনি। ফল প্রকাশের পর থেকে আমরা খুব লজ্জার মধ্যে পড়েছি।

উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দিন বলেন, ‘ঘটনাটি খুবই লজ্জাজনক। আমরা ঐ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব।’

শিক্ষার্থী অনুপাতে শিক্ষক বেশি কেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘৪০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক এমন নীতি থাকলেও একটি স্কুলে মিনিমাম পাঁচ জন শিক্ষক থাকতে হবে। যে কারণে সেখানে চার জন শিক্ষক রয়েছেন।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here