নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে স্কুলে পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি সাদিয়া সুলতানা রেশমী (১৬)।

স্কুল ছাত্রী রেশমী উপজেলার উত্তর গোমদণ্ডী তালেব উল্লাহ চৌধুরীর বাড়ির মো. ইউনুছের মেয়ে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার বিকেলে বোয়ালখালী থানায় নিখোঁজ ডায়েরি করেছে রেশমী পরিবার।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয়ে যায় রেশমী। বাড়ি ফেরার নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও রেশমী না ফেরায় পরিবারের পক্ষ থেকে খোঁজ শুরু হয়। সম্ভাব্য সকল জায়গা খোঁজ চালিয়েও মেয়ের সন্ধান না পাওয়ায় মো. ইউনুছ থানায় ডায়েরি দায়ের করেছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, থানায় ডায়েরী হওয়ার পরপরই রেশমীর খোঁজে মাঠে নেমেছে পুলিশ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here