অনলাইন ডেস্ক : সৌদি আরবে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল ৬টা ৪৮ মিনিটে বিশ্বের সবচেয়ে বড় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় পবিত্র নগরী মক্কার মসজিদুল হারামে। সূর্য উঠার আগেই মসজিদুল হারাম কানায় কানায় পূর্ণ হওয়ায় অনেকেই রাস্তায় নামাজ আদায় করেন।
সাধারণত ফজরের নামাজের পর থেকে তাকবির ধ্বনিতে মুখরিত হয়ে উঠে মক্কার মসজিদুল হারামসহ প্রতিটি মসজিদ। স্থানীয়দের সঙ্গে মসজিদুল হারামে প্রবাসী এবং ওমরাহ পালনে আসা লাখ লাখ মুসল্লি নামাজ আদায় করেন। ঈদের জামাত শেষে মুসলিম উম্মাহ ও স্বদেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, লেবানন, ইরাক, মিসর, কুয়েত ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আফ্রিকার দেশগুলোর মধ্যে আলজেরিয়া, লিবিয়া, তিউনিসিয়া, মরক্কো ও চাদে গতকাল শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ মঙ্গলবার এসব দেশে ঈদ।