সৌদী আরবের তাবুক থেকে খলিল মিয়াজী : সৌদী আরবের তাবুকে বাংলাদেশী প্রবাসীদের আয়োজনে পবিত্র দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (৬জুন) সৌদিয়া তাবুক প্রবাসীদের আয়োজনে শহরের আল আরজান মিলনায়তনে মাওলানা আবদুল মজিদের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
নুরুল আলম ও নাজিম উদ্দীনের যৌথ সঞ্চালনায় প্রধান দরস প্রদানকারী আল্লামা হারুন মোস্তফা আল রশীদ বলেন, সৌদী আরব প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধ হয়ে কুরআন-সুন্নাহর সমাজ কায়েমে কাজ করতে হবে।
মাহফিলে আলোচনায় অংশ নেন হাফেজ মাওলানা আবদুল জলিল, মাওলানা নাঈম উদ্দীন, ডা. মিজানুর রহমান, আনোয়ার হোসেন, এম খলিল মিয়াজী, মিজানুর রহমান, আবদুল মালেক, আবুল কালাম, জসিম খান হাকিম তালুকদার প্রমুখ।
মাহফিলে দরস প্রদানকারীরা বলেন, কোরআন সুন্নাহর সঠিক অনুসরণ না করার কারণে বিশ্বে মুসলমানরা নানা ভাবে লাঞ্চিত, বঞ্চিত ও নির্যাতিত হচ্ছে।
তারা বলেন, কুরআন-সুন্নাহর পূর্নাঙ্গ অনুসরণ ও অনুকরণ ছাড়া মানবতার মুক্তি যেমন সম্ভব নয়, তেমনি মুসলিমজাতি ও বিশ্ব সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।
মাহফিল শেষে বিশ্ব মুসলিমের শান্তি কামনাসহ দেশ-জাতি ও প্রবাসী বাংলাদেশীদের মঙ্গল কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।