অনলাইন রিপোর্ট
করোনাভাইরাসের কারণে সৌদি আরবে মসজিদে জুমা ও জামায়াতে অধিক সংখ্যক ব্যক্তির নামাজ আদায়ের ওপর যে সাময়িক নিষেধাজ্ঞা জারি আছে তা শিগগির তুলে নেয়ার বিষয়ে যে খবর প্রকাশ হচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছেন সৌদি আরবের ধর্মমন্ত্রী আবদুল্লাতিফ আল আশাইখ।
শনিবার এ বিষয়ে সৌদি গেজেটে ধর্মমন্ত্রীর একটি বক্তব্য প্রকাশ করা হয়।তিনি বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ, ধর্মীয় বিশেষজ্ঞ, চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমেই সরকার ওই সিদ্ধান্ত নেয়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও পুরোপুরি নির্ভর করছে পরিস্থিতির ওপর। সে বিষয়েও সবার মতামতের ভিত্তিতেই মসজিদের জামাতে নামাজ আদায়ের সিদ্ধান্ত নেয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সৌদি আরবের বাদশাহ।তিনি বলেন, কিছু গণমাধ্যম শিগগিরই এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে সংবাদ পরিবেশন করছে, যা সঠিক নয়। এসব সংবাদের কোনও অফিসিয়াল ভিত্তি নেই।তিনি বলেন, মানুষের জীবনের নিরাপত্তার স্বার্থেই মসজিদে জুমা ও জামায়াতে নামাজ আদায়ের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ ইসলাম মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে প্রাধান্য দেয়।