কালুরঘাট সেতুতে আগামী ১৬ থেকে ২৫ নভেম্বর রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত সকল ধরনের যান চলাচল নিষিদ্ধ করেছে রেল কর্তৃপক্ষ। প্রয়োজনীয় মেরামত ও সংস্কারের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে সেতু এলাকায় ও গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।

এর আগে ১৩ থেকে ২৩ জুলাই কালুরঘাট সেতুতে মেরামতের কাজ করেছিল রেল কর্তৃপক্ষ। এ নিয়ে বছরের মধ্যে তৃতীয়বার সংস্কার করা হচ্ছে সেতুটি।

রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আহসান জাবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেতু মেরামতের কাজ ধারাবাহিকভাবে চলবে।

উল্লেখ্য, প্রায় ৯০ বছরের পুরনো কালুরঘাট সেতুটি মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে। এ কারণে প্রতিবছরই সেতুটি মেরামত করতে হয়। প্রায় লক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়ে সেতুটি ব্যবহার করে। বোয়ালখালী, পটিয়া ও রাঙ্গুনিয়া উপজেলার একটি অংশের মানুষ এই সেতুর ওপর নির্ভরশীল। এছাড়াও বোয়ালখালী অংশে স্থাপিত প্রায় শতাধিক শিল্প কারখানার যানবাহন এই সেতু দিয়ে পণ্য পরিবহন করে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here