আলোকিত ডেস্ক: শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) ৯১তম খোশরোজ আগামীকাল বুধবার দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মন্‌জিলে নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।

বা’দে ফজর রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে খোশরোজ শরিফের কর্মসূচি শুরু হবে। এ উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে খত্‌মে কুরআন, জীবনী আলোচনা, জিকির-আজকার, মিলাদ মাহ্‌ফিল এবং রাত ১০টায় কেন্দ্রীয় মাহ্‌ফিল।

ভক্ত আশেকদের অবস্থানের জন্য দরবারের বিশাল এলাকায় প্যান্ডেল ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে এবং চট্টগ্রামসহ বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে তোরণ ও ফেস্টুন দিয়ে সাজসজ্জা করা হয়েছে।

এছাড়া শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) ট্রাস্ট-এর উদ্যোগে নগরীর মুরাদপুর হতে বিআরটিসির বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। খোশরোজ শরিফে দুর দুরান্ত থেকে আগত আশেক-ভক্ত ও জায়েরীনদের সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও আইন শৃংখলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ মন্‌জিলের স্বেচ্ছাসেবকগণ সার্বক্ষণিক টহলে নিয়োজিত থাকবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here