আলোকিত ডেস্ক : শান-এ গাউসুল আজম মাইজভাণ্ডারী ফোরামের আয়োজনে ও ব্যবস্থাপনায় হযরত গাউসুল আজম শাহসুফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)’র ১১৭ তম চান্দ্র বার্ষিকী ওরশ মোবারক গত ৩১ জুলাই বুধবার মাইজভাণ্ডার শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

ওরশ শরীফ উপলক্ষে খতমে কোরআনুল করিম, খতমে বোখারী শরীফ, আলোচনা মিলাদ কিয়াম, মাইজভাণ্ডারী তরিকার তরতিব অনুযায়ী জিকির ও সা’মা মাহফিল এবং তাবারুক বিতরণ করা হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন শান-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারী ফোরামের চেয়ারম্যান, আওলাদে গাউসুল আজম (ক.) আলহাজ্ব শাহসূফী ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.)

স্বাগত বক্তব্য রাখেন শান-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারী ফোরামের  সিনিয়র ভাইস চেয়ারম্যান, আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.) আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)।

আলহাজ্ব শাহসূফী ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.) সভাপতির বক্তব্যে বলেন, ‘মাইজভাণ্ডারী তরিকার উৎপত্তি এবং বিকাশের ধারাবাহিকতায় খোলাফায়ে গাউসুল আজম মাইজভাণ্ডারীগণের অনবদ্য অবদানের ফলশ্রুতিতে এই তরিকার আলো আজ বাংলাদেশের আনাচে-কানাচে সহ বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.)’র শান-আজমতকে সুসংহত করার সবাইকে সচেষ্ট হতে হবে’

প্রফেসর সৈয়দ শফিউল গণি চৌধুরী ও সৈয়দ মীর জসিম জসিম উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে আরো আলোচনা করেন ফোরামের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব আল্লামা সৈয়দ ফরিদুল আবছার আমিরী, ফোরামের জয়েন্ট সেক্রেটারি ও সা’মা মাহফিলের আহবায়ক পীরজাদা আলহাজ্ব নাইমুল কুদ্দুস আকবরী, শাহজাদা মাওলানা শেখ শহীদুল্লাহ ফারুকী, আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদেরী প্রমুখ।

বক্তাগণ বলেন, মাইজভাণ্ডারী দর্শনের সঠিক চর্চা ও প্রয়োগের মাধ্যমে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সহ সকল অনৈতিক কর্মকান্ড অপনোদন করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এতে মাইজভাণ্ডার দরবার শরীফ, চরণদ্বীপ দরবার শরীফ, আমির ভাণ্ডার দরবার শরীফ, আহলা দরবার শরীফ, হারবাংঙ্গিরী দরবার শরীফ , ফরহাদাবাদ দরবার শরীফ, আজিম নগর দরবার শরীফ , আব্দুল গনি চৌধুরী মাইজভাণ্ডারী দরবার শরীফ, কাঞ্চন নগর দরবার শরীফ, হাওলা দরবার শরীফ, ধলই আমিন ভাণ্ডার দরবার, মির্জাপুর দরবার শরীফ, সাতগাছিয়া দরবার শরীফ, রহমানিয়া দরবার শরীফ, হাফেজ নগর দরবার শরীফ, রাহে ভাণ্ডার দরবার শরীফ, হাকিম শাহ্ দরবার শরীফ, তফজ্জল আহমদ চৌধুরী দরবার, আনসুর আলী শাহ্ দরবার, হযরত নবিদুর রহমান শাহ দরবার, দরবারে আজিজিয়া, ছোবহানীয়া দরবার, হযরত আব্দুর রশিদ শাহ্ দরবার, মতি ভাণ্ডার দরবার, আবদুল হামিদ শাহ্ দরবার, মোস্তাফিজুর রহমান শাহ দরবার, ফতেহপুর দরবার, দরবারে কামালিয়া, রুহুল ভাণ্ডার দরবার, নজির ভাণ্ডার দরবার, আবদুল লতিফ শাহ দরবার, মবিন ভাণ্ডার শরীফ, জিন্নাত আলী শাহ দরবার, গোমদন্ডী দরবার শরীফ সহ খোলাফায়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী (ক.)’র ৫০টিরও বেশী দরবারের প্রায় দুইশত আওলাদ ও অসংখ্য আশেক-ভক্ত উপস্থিত ছিলেন।

পরিশেষে বাংলাদেশের জনগণের সুখ-সমৃদ্ধি ও বিশ্ব শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here