বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)’র ৯৪তম খোশরোজ শরীফ (১০ই পৌষ) উপলক্ষে আশেকানে গাউছিয়া হক ভান্ডারী ফটিকছড়ি উপজেলার নানুপুর শাখার উদ্যোগে মীর মোহাম্মদ অলিউল্লাহ মাইজভান্ডারী শাহ ছাহেবের রওজা প্রাঙ্গণে ১৫০ জন গরীব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে ।
গত শুক্রবার বিকেলে শীতার্ত মানুষের মাঝে কাপড় বিতরণ করেন সৈয়দ মো. বাকের সহ সংগঠনটির ফটিকছড়ি জোনের সাংগঠনিক সমন্বয়ক মাহাবুবুল আলম সওদাগর ও আলমগীর আলম, সৈয়দ মোমিন উল্লাহ রাশেদ, সৈয়দ কায়সারুল ইসলাম শাহিন, শেখ মফিজুর রহমান, জিয়াউল হক মামুন, মাওলানা মহিউদ্দীন, নাসির উদ্দীন, আলী আকবর, সৈয়দ আনোয়ারুল ইসলাম বাপ্পি, খোরশেদ আলম লিটন, সৈয়দ আরিফুল ইসলাম, সৈয়দ নাজমুল হুদা ইয়াজ, ইফতেখারুল আলম ইমন, আসলাম হোসেন মামুন, সৈয়দ নিয়াজ, সৈয়দ সায়েম, সৈয়দ সিজান প্রমুখ।